যে মেয়েটি রাস্তায় রাস্তায়
সারা রাত ভর ঘুরে বেড়ায়,
লোকে তারে খারাপ বলে
দেহ বেচে তার জীবিকা চলে।


নিত্য নতুন মানুষের ভিড়ে
আনন্দ দেয় ঘুরে ফিরে,
কত লোক যে মজা নিলো,
ক্ষণিকের জন্য আপন করে।


টাকার বিনিময় ভালবাসা
অস্থায়ী কিছু প্রেম পিপাসা
দেহ টাকে বিলিয়ে দিয়ে
বেসশা নামের নিয়েছে পেশা।


কষ্টে যে তার জীবন গড়া
জানে না তার বাবা মা কারা?
সেই ছোট বেলায় একটি লোক
বেঁচে দিয়েছে বেসশা পারা।


যে বয়স ছিল পাঠ দানের
সে পেয়েছে যৌনতার ঘার্ন,
শত কষ্টের মাঝে ও
বেঁচে আছে তার প্রাণ।