নাহিদ নামের একটি ছেলে,
ভালোবাসতো একটি মেয়েকে ,
নাম ধরে ডাকতো না সে,
বাবু বলে ডাকতো তাকে।


নাহিদ বলত, মেয়েটির থেকে
ভালোবাসতো বেশি,
তাইতো মেয়েটি মাঝে মাঝে
দিত মুচকি হাসি।


সারা রাত ভর চিঠি লিখত
মাঝে মাঝে হত দেখা ,
নাহিদ আজ নেই পৃথিবীতে
মেয়েটি আজ একা ।


অনেক স্বপ্ন ছিল তাদের
বাদবে সুখের ঘর,
নাহিদ আজ চলে গেছে একা,
মেয়েটি কে করে পর।


মেয়েটি আজ ও ভালোবাসে নাহিদ কে
চাই না নতুন জীবন,
নাহিদ এর মাঝে মেয়েটি
হারিয়েছে তার মন।


প্রতি ক্ষণে অনুভবে
প্রতিটি নিশ্বাসে ,
মেয়েটি আজ ও নাহিদ কে ভালোবাসে।


মাঝে মাঝে সন্ধ্যা বেলা দু'জন মিলে,
ঘুরত দু'হাত ধরে,
নাহিদ আজ হারিয়ে গেছে
মেয়েটির জীবন থেকে চিরতরে।


মাঝে মাঝে নাহিদ বউ বলে,
ডাকতো আদর করে ,
মেয়েটি আজ ও প্রাণর চেয়েও বেশি
ভালোবাসে তারে ।