ওরা কারা ,ওরা কারা,
সমাজের অবহেলিত মানুষ তারা।
হইত এসেছে কিছু অমানুষের হাত ধরে
কেউ বা এসেছে জীবন বাঁচার তাড়নাই,
অভাবের তাড়নাই বিলিয়ে দিয়েছে দেহ
কেউ বা হারিয়েছে সব অজানাই।
আঁধারে বিলিয়ে যায় আলো,
কারো চোখে খারাপ ওরা
কারো ক্ষণিকের জন্য লাগে ভালো।
সমাজে অবহেলিত জীবন তাদের
পায় না কোন সম্মান
শত দুঃখ কষ্টের মাঝে ও
বেঁচে আছে তাদের প্রাণ।
শত কষ্টে ও তাদের জন্য
ফেলে না কেউ চোখের জল,
ওরা ফুটে আঁধার রাতে
যখন থাকেনা মানুষের কোলাহল।
ওরা ও মানুষ, ওদের আছে
বাঁচার অধিকার,
স্বাভাবিক জীবনে ফিরে যেতে
সবার একটু সহানুভুতি দরকার।
আমরা পারি বদলে দিতে তাদের জীবন
পারি তাদের পাশে গিয়ে দাড়াতে
আজ সবাই বলি এক সাথে,করি প্রতিজ্ঞা,
আর যেন নতুন কোন নিশি পদ্ম না ফুটে রাতে।