কতো রাত ভোর হতে দেখেছি।
সকালের স্নিগ্ধতা আর ক্লান্তিতে মিশে একাকার।
শীতের রাতে,উষ্ণ জলে ভিজেছে চিবুক।
গ্রীষ্মের রাতে উত্তাপে চোখ থেকেই উড়ে গেছে।
হয়তো তোমার কল্পনার জগত থেকে,
আমার দূরত্ব কয়েক আলোকবর্ষ।
হয়তো তোমার কল্পব্রহ্মাণ্ডে,
আমি এক ধুলিকণা।
হয়তো তার চেয়েও নগন্য কিছু।
তোমার রাত গুলো কি ভাবে ভোর হয়??
আমার মতোই নিকোটিনের বিষাক্ত স্পর্শে??
নাকি,ব্যাবচ্ছেদ করো বিশুদ্ধ অনুভূতির??
স্নিগ্ধতা নাকি ক্লান্তি ভর করে??
তুমি কি কখনো ভেজা চিবুকে,
এপাশ ওপাশ করে রাত পার করেছিলে??
আমার মতো??