কোন আবেগে বলেছিলে, প্রিয় বনলতা!
চঞ্চলা করিলে মন, ডেকে আশালতা
উপমায় মিশিয়েছ, নদী ফুল পাখি;
তুলনাহীনা অতুল বলে বেঁধেছিলে রাখি।


     আমার লিখা, গানের কথার সুরে;
     শিস বাজাতে ঠোঁটে, সেকি আদুরে!
     আমার লিখা, গদ্যপদ্য আকুল হয়ে পড়তে;
     বলতে, আমিই পারি তোমার জীবন গড়তে।


কোথায় গেলো হারিয়ে আবেগ, ভেসে স্রোতে!
জোছনা মাখা মুখচ্ছবি কুয়াশাচ্ছন্ন এই প্রাতে!
আমি শুধু তৈরি হতে নিয়েছিলাম সময়,
অসমর্থা ভাবলে আমায়, নাকি অয়োময়?


      অপেক্ষার দহন, যদি সইতে নাহি পারলে;
      আশার আলো জ্বেলে কেন নিভিয়ে সারলে!
      ' ভালবাসি ' তাই আমি ছিলাম না অলজ্জ,
      বাচাল প্রেমের মুখরতায় হতে পারিনি নির্লজ্জ।


আমি এখন ভালবাসি, আমার স্বীয় হৃদয়;
এমন কারো প্রিয় হবো, সুজন যে সহৃদয়।।