রাজপুত্র সমেত ঘোড়া মরে যায়!
আশ্চর্য দুরন্তপনা, দ্রুতগতি নেচে যায়;


      রাজকন্যা ছুটে যায় মিথ্যার পিছুপিছু,
      আকাশের তারাও ডেকে বলে কিছু!
      অভাব কিছুই নয়, বেপরোয়া প্রাদুর্ভাবে
      ঘোড়ারোগ থাকে কিছু, রাজপুত স্বভাবে।


দুরন্ত ছুটে চলা অশ্ব, বল্গাহারা;
প্রেমে অ-প্রেমে ভস্ম, হৃদয় দিশাহারা,
অবশেষে সান্ত্বনা, কিছু অনুভব
হর্ষ বিষাদময় কিছু উপভোগ।


      কচুপাতায় জল, ভাবনায় ভুল উপল!
      গড়িয়ে পড়ে যায়, সৌন্দর্য টলমল!


রাজপুত্র, রাজকন্যা, স্বপ্নমাখা স্মৃতিময়;
ভালবাসি ভালবাসি বলে, দেয় অভয়!
প্রাণে ক্ষয়, শিহরণ, জীবন করে বিষময়।।