অঙ্গ ভরা নবান্ন রাগ, আগ্রহ আঘ্রাণে;
বসন্তের দারুণ ছোঁয়া মুকুলিত প্রাণে,
অল্পেঅল্পে দিন যায়, বাড়ে ব্যবধান
কিছু চাওয়া কিছু পাওয়া, খুব সাবধান!


      পল্লবপুঞ্জ সবুজ দোলা, গাঢ় ছবি আঁকে
       শাখায় শাখায় অনুপম সৌন্দর্য ফাঁকে,
       নিরুপমা তনু মনে রুপশ্রী বৃদ্ধি,
       অলখে এলে ঝড়, হয়োনা হতবুদ্ধি!


প্রাণচাঞ্চল্য! বিষফোঁড়া ক্ষণ, বয়ঃসন্ধি
তৃষিত মধুকর চায় মধু আর সুগন্ধি!
চোখকান, খোলা রেখো প্রাণপণ
মাতাপিতা, ভ্রাতা, ভগ্নি সেরা আপন।


       উদাসী হয়োনা, কিশোরী সেই ক্ষণ,
       মধু বলে বিষ দিবে, কোরোনা ভক্ষণ!
       তোমাকে তুমিই নারী করিও সংরক্ষণ,
       ছায়া নেই, মায়া নেই, একা সারাক্ষণ!


কিশোরী তুমি .....  শ্রেষ্ঠা নারী হও,
অতঃপর নারী, অবশেষে দীপ্ত নারী রও।।