বসো প্রিয় খানিক আরো, এইতো এলে!
বিদায় নিও হাসিমুখে, সূর্য পাটে গেলে
গোধূলি শান্ত কেমন, দেখো প্রেমের খেলায়;
তুমিও বিষাদ চাপিয়ে দাও সাগর ভেলায়।


        উঠবে ফুলে নদীর জল,
        মৃদু লয়ে, উড়বে শাড়ির আঁচল;
        জোয়ার বেলার মিষ্টি হাওয়া,
        হোক না মধুর গান গাওয়া।


শরীরী ছোঁয়া! ক্ষণিক সুখের স্বপ্নঘোর
হৃদয় দিয়ে হৃদয়, দীর্ঘস্থায়ী সুখবিভোর;
এই বেলা হৃদয় ছুঁয়ে দাও ......
সুকোমল প্রেমের স্মৃতি গড়ে নাও।


         আসবে দেখো মধুর দিন,
         প্রথম প্রহর রাখো শুধু উৎকণ্ঠাহীন
         বাজবে বীণা, হাজার সুরে মন রঙিন;
         অপেক্ষার চাইতে মধুর পাবেই সুদিন।


একটু নাহয় কষ্ট করো এই বেলা,
জমবে দেখো, সত্যিকার প্রেমের খেলা।।