প্রথম দেখা গ্রীষ্মের দুপুরে
কলসি কাঁখে হাঁটছিলে
পা দুটি সেজেছিল নুপুরে
ভেজা চুল ঝাড়ছিলে।
        ***


বর্ষার এক ভিজে সন্ধ্যায়
ফিরছিলে পড়া শেষে
প্রথম ছোঁয়া লাগে মনটায়
বৃষ্টিকে ভালবেসে।
         ***


শরতের শিশির ঝরা বাগানে
ফুটেছিল ভোরের ফুল
অচিন পাখী ডাকছিল সেখানে
তুমি তোমাতেই মসগুল।
         ***


হেমন্তের পড়ন্ত বিকেলে সেদিন
বসেছিলে নদী পার
তোমার আহ্লাদি হাসি রঙিন
মন হারাল আমার।
          ***


শীতের ঘন কুয়াশা জড়িয়ে
আমার জন্য লিখেছিলে কিছু
প্রেমের নীল চিঠি কুড়িয়ে
নিয়েছিলাম তোমার পিছু।
          ***


আজ বসন্তে ঝরা পাতায়
মায়াবিনী চোখ ঢেকেছিলে
শুভদৃষ্টি হল তোমায় আমায়
সাত পাকে বেঁধেনিলে।
          ***