বিরক্তিকর অ্যালার্ম, ওই ওঠে বেজে;
বিশেষ খবরে চোখ সহসা বুলিয়ে,
আড়ষ্ট শরীর শয্যা ত্যাগে অনীহা যে।
স্নান খাওয়া সেরেই কাঁধে ব্যাগ নিয়ে,
সারা দিন ধরে চলে রুজির প্রস্তুতি,
কর্পোরেট হাউসের লক্ষ্যমাত্রা ঘাড়ে,
উদ্দেশ্য এক আরও আরও উন্নতি,
অ্যাচিভমেন্ট না এলে চাপ অতি বাড়ে,


শুধু রাতের কিছুটা, অনাবিল ক্ষণ,
ভাবনারা চারিপাশে ঘোরে মেলে ডানা,
খাতা পেন নিয়ে বসি একান্তে তখন,
আর এসে থাকে পাশে ঐ হাসনুহানা।
ডুবে যাই ধীরে ধীরে কোন সে অতলে,
যান্ত্রিক জীবন থেকে নিঝুম পাতালে।
                   ***