এই-ই হয়
                                  -শ্রীলেখা দত্ত


এই-ই হয়,সভ্যতা যে এখন চুড়ান্ত পর্যায়ে
মানুষজনেরা টি.ভি.কমপিউটার রোবট ইন্টারনেটের জঙ্গলে ডুবে যায়
ছোট্ট শিশুরা মুখ তুলে চায়
বড়দের স্নেহ ভালোবাসা পাবার আশায়
কিন্তু বড়রা ব্যস্ত যে থাকে বস্তুর সাধনায়
ছোট্ট শিশুর সুকুমার মনের নেই কোনো প্রশ্রয়
তার আবদার বড়দের নির্বিকার মুখের কঠিন দেওয়ালে আহত হয়ে ফিরে যায়
অবশেষে মোবাইল স্ক্রিনেই নেয় আশ্রয়
সেখানে নীল তিমি পাবজি ও আরো কত খেলা তাকে দিন রাত কুরে কুরে খায়
কখনো কখনো পুরো খেয়ে ফেলে
তবু কি বড়রা কোনো সম্বিৎ ফিরে পায়
এই-ই হয়,কারণ-
সভ্যতা যে এখন চুড়ান্ত পর্যায়ে
মানুষজনেরা টি.ভি.কমপিউটার রোবট ইন্টারনেটের জঙ্গলে ক্রমশ ডুবে যায়