ভালোবাসা নেই
                                        শ্রীলেখা দত্ত
আজকাল কেউ কারো মনের খবর রাখে না।
খবর হয়ে যায় যখন কেউ,
তখন তার মনের তালাশ করে কেউ কেউ।
বাকিরা সবাই ঘটনার ঘনঘটা ছড়ায়
আর উৎসুক মনে রসদ জোগায়।


প্রেমের অনন্ত বোধ জাগে না এখন কোনো প্রাণে।
ভালোবাসা শব্দটি ওজন হারিয়ে
অপাংক্তেয়ের মতো পড়ে থাকে  অভিধানে।
প্রয়োজন শুধু আজ তোমাকে আমার কাছে আনে।


তবুও আমরা পথ চলি অবিরাম,
মিথোজীবীতায় বেঁচে থাকে শুধু প্রাণ।
আকাশের রং বদলায় দেখি
তবু আমাদের মন বদলায় না।