জন্মদিনের ভোরে
                                  -শ্রীলেখা দত্ত  


কে বলে কবিশ্রেষ্ঠ তুমি সশরীরে এ মর্ত্যে নাই?
আজ জন্মদিনের ভোরে তোমারি গানের সুরে,অবিরত অনুভবে তোমাকে যে পাই।
আমার হৃদয় জুড়ে,চেতনে,অবচেতনে অলক্ষ্যে রেখেছ যে ঠাঁই,
যে প্রেম জ্বেলেছ,বুকে তার জুড়ি আর কোনো নাই।


তুমি কি মানুষ ছিলে? দেবতা নিশ্চয় তবে।
না হলে কী অনুভবে কথার মালায় গেঁথে,
গানের ভেলায় ভেসে চলে যায় মন আজ সুদূর অলকে,
ভরে ওঠে প্রাণ মন অমর্ত্যের দ্যুতিতে যেন পলকে পলকে।


তুমি তো ফাগুন কবি আগুনও জ্বালাতে জানো,
বিষাদ হৃদয় জুড়ে ঘনঘোর বরিষণ আনো।
কি কথা রেখেছ বাকি,কি অনুভব হয়নি সারা!
আমার হৃদয় জুড়ে,তুমি যে চির শুকতারা।


আজ পঁচিশে বৈশাখের ভোরে,পাখির গানের সুরে
নদীর ঢেউয়ের তালে, রবির কিরণ জুড়ে,
কী তান উঠেছে বেজে আকাশে বাতাসে আর মরমে মরমে,
হে কবি তোমার চরণে, শ্রদ্ধা জানাই আজ প্রণামে প্রণামে।