কারে দেই বাদ আর কারে দেই সালাম,
মান  দিলাম তারে যে হল  ক্ষমতাবান।
মুরুব্বি হাঁটিয়া গেলেন,রাস্তাখানি ফাঁকা,
মনে মনে খুঁজি যার ব্যাংক ভর্তি টাকা।
মনে সালাম,মুখে সালাম কি তার মানে,
সালাম পাওয়া দূর্জন, সেও নাহি জানে।
স্বার্থের সালাম,ভয়ের সালাম,সালাম ঠোঁটের ডগায়,
সত্য সালাম ক' জনে দেয়,কজনইবা তা পায়?
শান্তি কামনার সালাম খুঁজি,শান্তি কোথায় শান্তি?
সত্যি সালাম,সত্যি সুখে ভরে উঠুক মনটি।