পাতা উল্টিয়ে উল্টিয়ে,
       বই পড়া শেষ হয়।
ছোট বই,বড় বই,
      কত দ্রুত পড়া হয়।
জীবন যেন বই একটা,
এক একটা দিন যার,
এক একটা পাতা।
কত ব্যস্ত দিনগুলো,
২৪ টি ঘণ্টায় আঁকি,
কিসের জন্য ছুটি,কার জন্য ছুটি,
এ জন্যই কি প্রভু প্রাণ দিয়েছেন?                                                                     ফরয কাজের বেলায় তবে,
    দেই কেন ফাঁকি?
কিছুদিনের  বেড়ানোতে কত কিছু নি,
বাদ যায়না কোনকিছু,ছোট চিরুণী।
যেতে হবে চিরতরে যেখানে আমায়,
তার বেলায় সব কিছু নেয়া হল কি?
এত দ্রুত পাতাগুলো পড়ে ফেলা হয়,
আচমকা মনে লাগে ভয়,
কখন যে হঠাৎ পড়ব,
                     শেষ পাতাটি,
পৃথিবীর রঙ্গমঞ্চে,
             নাটকীয়তার শেষে,
             দৃশ্যমান রয় একটি শব্দ,
                          - সমাপ্তি-