এ কোন কল্প কাহিনী নয়
নয় গাথা পূর্বাতন,
দেখলাম মহাশক্তি গলায়
মোমেরই মতন।
এ নয় ইট, কাঠ মাটিতে গড়া
পুতুল পুতুল জীবন,
তবুও পুতুল খেলায় মজি সুবর্নক্ষন
অপূর্নতা মেলে ধরে হল সমাপন।
এতো ঘুম পাড়ানি মুর্ছনা নয়
নয় তারে গড়া সুর,
হাহাকার গীত ফোটে মন চিরে
হাড়াই অবসাদের পুর।
ভাবি হায় নয় এযে দূর
এতো সেদিন আমার পূর,
তবু ভয় শুনে হয়
চোখে আগল টানা সুর।
ফুলের হাসি মেখেছি
জানতে ফুলের পরিচয়-
দ্যুতির মনে শৈত মাখা
নরম হাওয়া বয়।
ঝাঝ ধরা গন্ধে মন কয়
এতো মৌ রসনার পরিচয়,
গন্ধে যে মন লোভের তারনায়
স্থির মন সহন হারা হয়।
তাই মৌ মহুয়ায় দিয়েছি হায়
দিয়েছি চুম্বন,
মৌ পরাগে হলাম সারা
নেশায় উচাটন।
সেই মহুয়ার মায়ায় হায়
দিল হয় মসগুল,
আসক্ত হায় কয়টি দিনেই
আপনি মনের ভূল।
সেই ভূলেরই সুত্র ধরে
আগাই আমার মহুর পুরে,
রঙ্গিন দেখে সঙ্গিন সেজে
কাছে যেতে গেলাম দূরে।


অসমাপ্ত                          ।। মহুলালয় ।।১৬-০৭