বলি আমি নিরঞ্জনা ঠিক করেছ,
উল্টো দেখে আমায় তোমায় মন দিয়েছ।
জাননা হায় বুঝি এ ঠিক প্রবঞ্চনা,
রুক্ষ কথায় এই তো বুঝি হয় ছলনা।
ফাগুন গেছে আগুন ছুতে হায় অবোধে,
নরম হাওয়া তো তাই এল আলতো রোধে।
বোধ হারা এই দহন বুঝি না সহে প্রান,
উঠল বলে সস্তি দাও হে, দাও ওগো ত্রান।