কৃষ্ণা মেঘেরা থমকে যেন থাকে
ঝরাবে বলে নাকি বরষণ,
চাতক দৃষ্টিতে তারই পানে দেখি ভাবি
মিলবে কবে তার পরশন।
লীন যখনই হয় স্তব্ধ শুষ্কতা
তৃষিত হৃদয়ের হয় ত্রাণ,
হিমেল ঐ হাওয়া দক্ষিণে বিচারণে
দেহতে যেন ওহে পায় প্রাণ।
ফোঁটা ফোঁটা বারি দেয় স্পর্শন
মৃদুনুরাগ করে কর্ষণ,
ঐ কাল ফেটে আমাকে ভেজাল শেষে
শ্রাবণরাগিণী প্রিয়া বর্ষণ।
সবুজ সোনা ফলে মৃত্তিকা জড়ায়ে
ঢেউ খেলে বাতাসেরই ছন্দে,
যেন পদ্মা,মেঘনা সোনারাঙাহয়ে
স্রোতস্বিনী  উত্তাল তরঙ্গে।


মহুয়ালয়।। ০৯-০৮