মানুষ আমি
মন আর প্রানের এক মিশ্র অবস্থায় বিচরন করি
যখন প্রান জগৎ এর আমি তখন পাই মানবিকতায় ছোঁয়ায় মানব নামের আখ্যা।
আর তখনই আমার উর্দ্ধ হতে উর্দ্ধে বিচরন
ঠিক সূর্যালোকের কাছাকাছি ছায়া পথের খানিকটা দূরে -
আর গ্রহ নিহারিকার শ্বেতবামনের সন্নিকটে
দক্ষিনাকাশের নক্ষত্রপুঞ্জে অবস্থানরতবস্থায়,
তাহারও দূরে রহস্য নামক গালিচায় ।
আর ফিরি মানবসত্বে এই আমার গ্রহে
হোক পৃথিবী, মঙ্গল, চাঁদ বা তার চেয়েও ভিন্ন কোন গ্রহাবাসে
আর অন্তিম যেন ফুরায়ে আসে আত্বন্নোতি,
তখন আমি আমার প্রয়োজনেরও উদ্ধে বিচরাই
তখন আমি সকল প্রানী সত্বার উন্নয়নে,
জাগতিকতার চরম হতে চরমে-
মানবিকতার নাকি তাই ।
আমি আর আমার জগৎ সহাবস্থানে
কেবলই দূর হতে দূরান্তে
আমি মানুষ যেন জগৎ এর আমিত্বে আপনত্বের অপলাপ
কেবল তাই নয় ,তারও দূরে আমিত্বে সর্বাবস্থান।