ছোট্টবেলা কাটে রঙিন স্বপ্নে,
পুতুল খেলা আর মায়ের যত্নে।
বৃষ্টির জলে নৌকা কাগজে,
হাসি মুখ নতুন পোশাকে....।


জানলা দিয়ে গুনতে তারা,
সূর্য, চাঁদের সাথে রোজ দেখা।
বায়না হাজার বুকে চেপে,
এক পা, দু পা পথ চলতে শেখা...।


বয়স বাড়ে চোখ রাঙানিতে,
স্বল্প ভুলে মায়ের বকা।
শখ সব শিকেয় তুলে,
শুরু হয় লেখাপড়া....।


স্কুল-কলেজে বন্ধু অনেক,
প্রেমে পড়ার নেইকো বারণ।
আজও মন স্বপ্ন দেখে,
ভালো-খারাপের নেই কোনো কারণ...।


চলতে গিয়ে পথ ভুললেও,
বুঝতে শেখাই এখন অস্ত্র,
জেদ নিয়ে বাঁচার লড়াই,
ভাবনা শত সহস্র...।


কঠিন সময় করতে সহজ,
স্বপ্ন মেঘে আনাগোনা।
খুলবে সব শিকলখানি,
কোথাও যাওয়ার নেইকো মানা....।