বেশ তো ছিলাম আমি, স্বপ্ন ছিল অনেক।
ভাবনার সাথে খুঁনসুটি, ছিল শত আবেগ।।
কথার ফাঁকে, বয়স দোষে, পড়েছিলাম মায়াজালে।
মিথ্যা আশায়, তোমার মায়ায় ভাসলাম অথৈ জলে।।
ভালোবাসা মানে বুঝিনি কখনো, এখনো আমি অবুঝ।
ক্ষতির খাতায় ছিলনা নাম, দেখেছিলাম সৈকত সবুজ।।
ভুল হয়তো আমারই ছিল, ভাবিনি কখনও আগে।
মাসুল গোনার বেলায় আমি তো বেশিরভাগে।।
বলার ছিল অনেক কথা, দেখোনা খেলার ছলে।
এসোনা কখনও আবার যেন, যদিও যাবে না মন গলে।।
বুঝতে এখন শিখছি আমি, করিনা এখন ভুল।
ভালোবাসার আঘাত তুমিও পাবে, থাকবেনা কোনো কুল।।
খারাপ চাওয়া স্বভাব নয়, চাইনা তোমায় আর।
কথা দিলাম তোমার চেয়ে থাকবো ভালো,
দেখে নিও যদি দেখা হয় আবার...।।