খেলার মাঠ, কাগজের বল,
জমিয়ে খেলা, পাড়ার দল।
লুকোচুরি, কুমিরডাঙ্গা,
ভর্তি টিফিন, মুড়ির ঠোঙা।
স্কুল ছুটি, শক্তিমান,
পড়তে বসা, বড়ো অভিমান।
মায়ের বকা, ফুঁপিয়ে কান্না,
রবিবারে রকমারি রান্না।
ঈশপের গল্প, ঠাকুমার ঝুলি,
শীতের আমেজ, পিঠে পুলি।
ফল চুরি, সাইকেল চড়া,
বিষন্ন মন, পাতা ঝরা।
প্রিয় বন্ধু, স্কুল কামাই,
ঘুরতে যাওয়া, ফুচকা চাই।
জ্যামিতি বক্স, রং পেন্সিল,
ঝগড়া মারপিট, মনের মিল।
পাখির ডাক, বৃষ্টি ভেজা,
পুজো পার্বন, ভীষণ মজা।
হরেক স্বপ্ন, রঙের খেলা,
ভালোই ছিল ওই ছেলেবেলা....।



[ছেলেবেলাই বরং ভালো ছিল। আবার যদি ফিরে পাওয়া যেত, আগলে রেখে বাঁচতাম.]