জানিনা কিভাবে বোঝাবো তোমায়,
আজ লাগছে যে বড়ো অসহায়।
অনেক বছর কোনো সম্পর্ক নেই আমাদের,
না কোনো বার্তা না কোনো ফোন কল।
শুধুমাত্র একটা দিনের দেখা, পথচলা,
তারপর তুমি নেই, মানুষের ভিড়, ব্যস্ত কোলাহল।
একটা দিন এমন হতে পারে,
এতো রঙিন, এতো উজ্জ্বল জানা ছিলোনা।
জীবনের সব অঙ্ক মিললেও,
ভালোবাসার অঙ্কটা মিলল না।
সবাই বলে একদিনের ভালোবাসা,
সেও আবার হয় নাকি??
ভালোলাগা হতে পারে হয়তো,
কাজে মন দে, দিস না ফাঁকি।
সেসব বুঝেও খুঁজেছি তোমায়,
গেছি শেষ দেখার স্থানে।
পাইনি সেই হাসি মুখটি তোমার,
শুধুই তোমার কথা ভাসে কানে।
জানিনা ভালোবাসা নাকি ভালোলাগা,
তবুও ব্যস্ততার মাঝে মনে পরে তোমার কথা।
ঝগড়ুটে ছিলে তুমি, মানিয়ে নিতাম আমি,
আজও মানাচ্ছি সেই একদিনের কাটানো অভিজ্ঞতা।