গুলি কিংবা বোমা নয়, যদি অস্ত্র হতো শিক্ষা
তবে হয়তো মানুষ শুদ্ধ হতো, পেতো বাঁচার দীক্ষা
হিংসা মারামারি যেত দূরে, বাজতো বাঁশি সুরে
ভালোবাসায় জ্বলতো প্রদীপ, বিশ্ব আলো করে
যদি শিশুরা আজ শ্রমের বোঝা, ছুড়ে দিতো ফেলে
থাকতো শিশু মায়ের কাছে, খেলতো আপন তালে
যদি সবাই অন্ন পেতো, বস্ত্র পেতো পড়তে
তবে সবাই সফল হতো, নিজের স্বপ্ন গড়তে
তখন ফুঁড়ে ঝরতো আলো, ফুটতো মুখে হাসি
নতুন জীবন গড়ার সুরে, বাজতো প্রাণে বাঁশি