যে কাস্তেটা ব্যবহার হয়েছিল, বছর ষাটেক আগে,
সেটা আজ মরচে পড়ায়, মাটিতে আগাছা শতভাগে।
বেড়েছে বিষাক্ত শিকড়-বাকর, সোনার মাটি গেছে ফেটে,
নীরব আর থেকোনা বন্ধু, দাও শিকড়গুলি ছেঁটে।
আগাছার দল দেয়না ফল, দেয়না শান্তির ছায়া,
তবুও কেন দেখাও বন্ধু, আগাছার প্রতি মায়া?
জন্ম এদের মাটির বুকে, মাটি জীবনদাতা,
আগাছার কেড়ে নিয়েছে সেই মাটির স্বাধীনতা।
মাটিতে তুমি দাঁড়িয়ে দেখছো কত স্বপ্ন,
সেই মাটি দিয়েছে তোমায় দুবেলা, দুমুঠো অন্ন।
মাটি আজ শিখিয়েছে বেঁচে থাকার মানে,
সেই মাটির আর্তনাদ যায়নাকো কানে?
ফসল ফলাও যে মাটিতে দাঁড়িয়ে,
দিয়োনা বন্ধু তাকে আগাছাতে ভরিয়ে।
আগাছা কাটতে গেলে হয়তো পড়বে রক্ত ঝরে
পেয়োনা ভয় বন্ধু আমার, কাস্তেটা ধরো শক্ত করে।