ছোট ছোট স্বপ্নের মাঝে, চলাফেরা তোর,
জানি সব দুঃখ ভুলে, আসবে খুশির ভোর।
ইচ্ছা করে সকাল হতে, জানলা খোলা মেঘে,
দেখবি তুই আমায় শুধু, ঘুমের চোখে জেগে।
ঘরের কাজে ব্যস্ত তুই, দিন রাত্রি সারাক্ষন,
তবুও আমি বলছি ডেকে, করবো কিন্তু জ্বালাতন।
রাগের বশে বকিস আমায়, মারিস কিল চড় ঘুসি,
আমি শুধু দেখতে চাই তোর মিষ্টি হাসি।
আমি তো বেজায় বেয়াদপ, রাখিনা নিজের খেয়াল,
ভালোবেসে বন্ধু হয়ে, গড়বো সুখের দেওয়াল।
বৃষ্টি ফোঁটায় ভিজবো দুজন, করবো আড্ডা গল্প,
থাকবে মোদের ভালোবাসা, অভিমান অল্প অল্প।
জীবনে আমাদের লক্ষ্য স্থির, দাঁড়াবো নিজেদের পায়ে,
লড়বো মোরা, করবো জয়, মাখবোনা কাদা গায়ে।
সফল তো হবোই আমরা, মনকে করে শক্ত,
হাসি, মজার ঝড় তুলবো, যতই হোস বিরক্ত।
ভালোবাসা আর বন্ধুত্বের জানি হয়না কোনো দিন,
পাশে আছি, পাশে পাবি তুই, আর থাকবো চিরদিন।