মনফড়িং হয়ে উড়ে যাবো ভেবেছিলাম।
একাকিত্বের পথ বেছে, নিজেকে আলাদা করে নিয়েছিলাম।
জীবনের অনুভূতিগুলো বোঝার মতো মানুষ হয়তো নেই।।
ইচ্ছা করতো কাউকে আগলে রেখে তার সাথে পথ চলতে,
ইচ্ছা করতো কারুর ইচ্ছাগুলোকে নিজের ইচ্ছাতে পরিণত করতে,
চেয়েছিলাম বিশ্বাস আর ভালোবাসার চাদরে মোড়া একটা ঘর....।
ভাগ্যের অসীম সফলতা বা অলৌকিকতা,
জীবনকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনা,
আমার জীবনে তোমার আগমনা।
কেমন জানি সব কিছু বদলে গেল নিমেষে,
নিজের একাকিত্বের দেওয়াল, নিজের একলা মানসিকতা,
সব কেমন যেন ভেঙে পেলাম এক বিশ্বাসভরা ভালোবাসা।
নিজের ক্ষয়ে যাওয়া, ক্ষতবিক্ষত হওয়া মন,
আবার তোমার ভালোবাসায় পেলো জীবন।
নতুন ভোরের আলো পেলাম।
পাখিদের কণ্ঠ, বৃষ্টির ফোটার শব্দ, ফুলের গন্ধ,
মসৃন করল জীবনের পথ।
ভালো লাগে আজ সকাল শুরু হয় তোমায় নিয়ে, .
তোমার কথা আর হাসি মনখারাপের মানসিকতাকে মুছিয়ে দিয়ে,
আবার নতুন করে ভালোবাসার হওয়াতে মাতিয়ে তোলে।
মুগ্ধ হয়ে তোমায় দেখে বেড়াই।
সব বিফলের মধ্যে যে সফলতা সেটা হলো তুমি।
হুম শুধু তুমি।
জীবনে তোমায় নিয়ে থাকার অভ্যাস হয়ে গেছে।
ভালোবেসে তোমায় নিয়ে থাকতে চাই,
সারাজীবন আমি তোমায় আমার পাশে চাই।