মাঝে মধ্যে একজনের কথা মনে পরে,
ব্যস্ত শহরের মাঝে একটা পাগল।
স্কুল-কলেজ জীবন কাটিয়ে,
শুরু হলো তার একাকীত্ব।।
ঘর ছাড়া এক জীবন,
ছেলে বলে কথা, অনেক দায়িত্ব।
বাইরে পড়তে যাওয়ায় মায়ের মনখারাপ,
পরিবারকে দেখতে না পাওয়ার কষ্ট।
প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে ছুটছে সে,
যদিও এইসব মাঝে মধ্যেই মনে আসতো।
কাজের চাপে রাতের পর রাত জাগা,
সারাদিনে দুমুঠো ভাত খেয়ে কাটানো।
অল্প সময় নিজের মতো থেকে,
একলা ভেবে নিজেকে জাগানো।
ছুটির দিনে অল্প লেখালিখি,
প্রতিদিনের থেকে চা একটু বেশি।
ভালো লাগা ছিল কিছু তার,
ভালোবাসার এক মানুষ, কিছু মুহূর্ত পাশাপাশি।
কেউ ধরা দেবে তার সামনে,
যাকে এক পলক দেখে হবে অবাক মন।
জটিল সময় সহজ হবে আর,
তাকে ভেবে কাটিয়ে দেবে সারাক্ষন।
স্বপ্নতে দেখা হতো, কথা হতো,
আবার হারিয়ে যেত মেঘলা আকাশের ভিড়ে।
কবিতার মাঝে থাকতো সে,
হাত ধরে হাঁটতো নীল নদীর তীরে।
কল্পনা আর বাস্তবতায় ফারাক অনেক,
বুঝতে হয়তো পারতো সে।
কাজের ফাঁকে গাইতো গান,
অপেক্ষার ভালোবাসা হয়তো আসবে শেষে।
দিনের পর দিন গোনা,
বালিশ মাথায়, চোখে জল।
আলতো হেসে মুছে দিয়ে,
বলবে এইতো এসেছি আমি।
সত্যি তুমি একটা পাগল!!!