তোমার মতে আমি নাকি পাল্টে গেছি,
আগে নাকি কথা হতো অনেক বেশি।
দেখার জন্য মন করতো বার বার,
আর আজ নাকি দেখাই মেলা ভার।
নানান স্বপ্ন এসে ভিড় করতো যত,
ভালোবাসার মাঝে খুনসুটিও হতো।
ভোরের সুর এসে মিশতো মনের কোণে,
তোমার নাকি খবর নিতাম প্রতিক্ষনে।
এখন নাকি আর আমি তেমন নই,
সারাক্ষন শুধু পড়াশুনা আর বই।
কাজের ফাঁকে যদিও একটু সময় হয়,
ঝগড়া আর মন খারাপের হিসাব দিতে হয়।
সাথে আছি, পাশে আছি বলতাম কত আমি,
এখন নাকি ভালোবাসার থেকে কাজ অনেক দামি।
জানি তুমি বোঝো ভালো, রাখো আমায় সুখে,
ভবিষ্যতের জন্য এখন তাই পাথর চাপা বুকে।
মানছি দোষ একশতভাগ, পারছিনা রাখতে ভালো,
ভালোবাসা কমেনি কিছুই, একটু বুঝিয়ে চলো।
মনে আছে সব কিছুই, ভুলিনি কিছুই আমি,
পাল্টে আমি যায়নি ওগো, মন যে শুধুই "তুমি"....।
বিশ্বাস আর ভরসা নিয়ে এগিয়ে চলো লক্ষ্যে,
আগের মত দিনগুলো সব আনবো আমাদের মধ্যে।