পৃথিবীর বুকে আজ জ্বলছে প্রাণ,
করোনার বলি সব, অক্সিজেনের টান।
হাসপাতালে নেই বেড, মানুষের আর্তনাদ,
একের পর এক শুধু মৃত্যুর সংবাদ।
ওষুধের খোঁজে আজও বিজ্ঞানীর গবেষণা,
থামবেনা কি এই মরণ ব্যাধি, থামবেনা করোনা?
বন্ধ সব স্কুল কলেজ, বন্ধ চাকরির পরীক্ষা,
স্বপ্ন আজ স্মৃতির খাতায়, একটু বাঁচার ভিক্ষা।
তাইতো আজ কলম ধরা, মন দিয়ে শুনুন,
বাঁচতে গেলে মানতে হবে সব নিয়ম কানুন।
দূরত্ব বজায় রেখে পড়তে হবে মাস্ক,
স্যানিটাইজার ব্যবহার, সাথে গরম জলের ফ্লাস্ক।
দেশের হাল ফেরাতে সবাই এগিয়ে আসুন,
রোগী থেকে নয়, রোগ থেকে বাঁচুন.....।


[আসুন আমরা সবাই নিয়ম কানুন মেনে এগিয়ে চলি। খুব তারাতারি আবার সব আগের মত করতেই হবে।]