শেষ বারের মতো দেখা হয়েছিল।
আমার ভালোলাগা পোশাকে তুমি এসেছিলে।
আমি তো অনেকদিন থেকেই অপেক্ষায় ছিলাম।
দেখা করবে বলে যে মনে অনুভূতি আমার,
সেটা না হয় আজও অজানাই থাক।
ভালোবাসা তখনও ছিল কিনা জানিনা,
তবে আমায় চিনতে না পারা অনেককিছু বলে দেয়।
তবুও জানতো একটুও রাগ হয়নি মনে,
একটুও বুকের ভিতরটা কেঁদে ওঠেনি।
আমি কিন্তু ভুলিনি কিছুই।
তোমার ভালোলাগা সবকিছু নিয়ে গিয়েছিলাম,
শুধু ভালোবাসার মনটা আর দেওয়া হয়নি।
আমি পারিনি বলতে আবার ফিরিয়ে নাও,
আমি পারিনি রাখতে চোখে চোখ।
শেষদিন অনেক নতুন করে জেনেছিলাম তোমায়।
ওই শেষ দিনের স্মৃতিগুলো আজও রাস্তায় ডেকে ওঠে,
আজও মোড়ের চা এর দোকানটা সাড়া দেয়।
কথা হয়েছিল সুদূর অচেনা ভবিষ্যতের,
স্বপ্ন দেখা মন ভেসে গিয়েছিলো অমিল গণিতে,
পারিনি আটকাতে, পারিনি আর সাজাতে।
শেষবারের মতো হাতে হাত রেখে,
হাসি মুখে বিদায় দিয়েছিলাম তোমায়
মনটা আজও নাড়া দেয় দুপুর ৩.৫০ এর কাটায়..।