চারিদিকে শুধু আর্তনাদের হাহাকার,
জ্বলছে আগুন, ক্ষুন্ন হচ্ছে মানবতা।
সমাজ আজ স্বার্থপরতায় জর্জরিত।
দয়া-মায়া, প্রেম-ভালোবাসা ভুলে,
আজ বিশ্ব হচ্ছে কলুষিত।
বাবা-মায়ের স্নেহ, ভাই-বোনের ভালোবাসা,
আজ সব শূন্যতায় পূর্ণ।
রাজনীতির নামে অরাজনৈতিক জাল বোনা,
সমাজ বোঝে শুধু সাধারণ মানুষের রক্ত।
শুধু টাকার খেলায় বিস্তারিত এই বিশ্ব।
পায়ের তলায় পচে মরছে কৃষকদের ঘাম,
বিশ্বাসের সুযোগে ঘনিয়ে আসছে অন্ধকার।
শিক্ষার পরিবর্তে অশিক্ষার আলো।
মদ্যপানের উল্লাসে নগ্নতার ছবি।
সমাজ হচ্ছে ক্ষতবিক্ষত, ভঙ্গুর।
শৃঙ্খলিত সাম্রাজ্যে এইসব দেখে,
আর নিজেকে থামানো যায়না।
মনকে কুঁড়ে কুঁড়ে খায় হিংস্রতার মতো।
মৃত্যুভয়ে নীরব দর্শকের ভূমিকা নিয়ে,
বেঁচে থাকার লড়াই করি।
কিন্তু আমরা তো বাঁচাতে চাই প্রাণখুলে।
দগ্ধ পরিবেশে নোংরা ধোঁয়াটে শ্বাস নিয়ে নয়।
আমরা সেই আগুনে বাঁচতে চাই,
যেখানে সমস্ত নোংরা-আবর্জনা পুড়ে,
পৃথিবী হবে সুন্দর, স্বাস্থ্যময়।
যেখানে কু-এর হবে বিনাশ,
জন্ম হবে বিদ্যাসাগর, বিবেকানন্দ-এর মতো মনীষীর,
যারা আমাদের মুক্তির পথ দেখাবে।
শুদ্ধ বাতাসে পূর্ণতা পাবে পরিবেশ-প্রকৃতি।


[আজ বিশ্ব পরিবেশ দিবস। শুধু আজ নয়, প্রতিদিন জাগরিত হোক এই বিশ্ব। সুন্দর, শুদ্ধতায় ভোরে উঠুক এই পৃথিবী। কিছু কথা আজ কবিতার পাতায়।]