তোমার আমার গল্পটা মনে পরে বার বার,
ফুলবাগানে দেখা আর নৌকা করে নদী পার।
প্রতিদিন কিছু বাহানায় দেরি করা,
তোমার মন খারাপ আর ওই,
আমি আসলেই মুখের মিষ্টি হাসি।
জানো আজও তোমায় ভালোবাসি।
জানিনা কেন অছিলায় বাহানা করতাম,
কেনই বা দেরি হতো আমার।
তবুও তোমার ওই রাগান্বিত মুখে,
হাসি ফোটানোর অভ্যাসটা চাইতাম বারবার।
তোমার খুনঁসুটিও কম ছিল না,
দূর থেকে আমায় দেখে গাছের ফাঁকে লোকানো,
অবাক পানে চেয়ে রইতাম আমি।
ভারাক্রান্ত মন দেখার জন্য ব্যাকুল হতো,
হাসির কণ্ঠ বোঝাতো পাশেই তুমি।
মাঝে মাঝে গোলাপ নিয়ে আসতাম,
তুমি রাগ করতে, বকতে আমায়।
জানি তুমি চাইতে ফুলগাছেই থাকুক ফুল,
পাখিরা থাকুক মুক্ত, ভরে উঠুক ভালোবাসায়।
নদীর পারে হাতে হাত রেখে কাটাতাম কিছু মুহূর্ত,
তোমার আমার একসাথে থাকার,
একসাথে সাজানো স্বপ্ন, ভালোলাগা কিছু স্মৃতি।
চোখে চোখ রেখে বয়ে চলতো সময়,
সৃষ্টি হতো ভালোবাসার প্রকৃতি।
বসন্ত কেটেছে অনেক, পেরিয়েছে অনেক বাধা,
হয়তো আজ আগের মতো হয়না দেখা।
তবুও ভালোবাসা বেড়েই চলে দিনদিন,
আবার ফিরবে গল্প আমাদের,
পূর্ণ হবে স্বপ্ন যত, ভালোবাসায় হবে রঙিন....।।