ভালো আর বাসলাম কই?
ভালোবাসলে হয়তো মন ভালোর রব উঠতো।
ভালোবাসলে হয়তো কথা বলার ইচ্ছাগুলো ক্রমেই বাড়তো।
ভালোবাসলে হয়তো মনের মানুষ ভালো না লাগার কথা বুঝতো।
প্রতিটাদিন ভালোবাসি ভালোবাসি বলি...
মনের ভিতর সুখের কুটিরে, শিরা ধমনীতে
শুধু বেজে ওঠে সেই ধ্বনি।
তাই হয়তো বলেই ফেলি...
ছোট ছোট ইচ্ছা পূরণের আশা রাখা এই মন,
সুখের চাদরে ভাসমান সারাক্ষন।
তবুও ভালো আর বাসলাম কই?
ভালোবাসা যদি হতো তবে,
খোলে আকাশে মেঘলা বাসাতে,
দেখতাম শুধু তার হাসিমুখ।
অন্ধকারে আলো হয়ে দিতো অগাধ সুখ।
ভালোবাসা যদি হতো তবে,
ঠাকুমার ঝুলি থেকে বেরোতো অনেক কথা,
হট্ট মেলার চাদর হয়ে উড়তো খোলা মেলা।
জীবনের বিষন্নতা যদি নাই পারলাম মোছাতে,
তবে কিসের ভালোবাসা শুধু বলি এই মুখেতে?