হীরে মানিক পড়ে ছিল, চেয়েও দেখিনি
কত ঝিনুক খুঁজে  খুঁজে  মুক্তোমালা পরব বলে
দিনের শেষে আশা ছেড়ে কাঁদতে বসেছি।


খুঁজব কোথায় রত্ন খনি হন্যে হয়ে ঘুরি
সম্পদেরই লোভে পড়ে বুদ্ধি হল লোপ
যাকে তাকে প্রশ্ন করি কোথায় পাব রতন?


সবাই হাসে পাগল ভেবে একি হাতের মোয়া?
এবার বুঝি সত্যি যাব পাগল হয়ে আমি
সম্পদের লোভ দেখছি বাড়ছে দিনের দিন।


পাগল হয়ে ঘুরতে ঘুরতে এলাম গাছের তলায়
সেখানে এক নিঃস্ব সাধু ধ্যান করছেন বসে
মগ্ন হয়ে শান্ত মনে কোনোদিকে জ্ঞান নেই


আমি তাঁকে করযোড়ে জানাই মনের কথা
সাধুবাবা একটু হেসে বললেন আমায়
যার জন্য বাইরে খুঁজে মরছ তুমি


সে রতন তোমার মাঝেই আছে
তুমি নিজের মধ্যে তলিয়ে দেখ, কিছুর অভাব নেই
একজন তোমায় অমূল্য রত্ন ধনে সাজিয়ে দিয়েছেন।


তিনিই তোমার অন্তরে আছেন হীরে মানিক হয়ে
এই বাণী শুনে আমি প্রণাম করে ঘরে এলাম
সেদিন থেকেই আমার অভাব গেল ঘুচে।