বুকের ভেতর  ময়ূর আছে
সে এতদিন নাচত না
চাতক পাখী তৃষায় কাতর,
জল বিনে সে বাঁচত না।


হঠাৎ এল আকাশ জুড়ে
নীলবসনা মেঘ,
সঙ্গে এল উথাল-পাথাল
দামাল ঝড়ের বেগ!


জলের ফোঁটায় বৃষ্টি-আকাশ
আনল হাসির লহর,
সাজল ভুবন রাণীর বেশে
পরল মানিক-জহর!


বর্ষা এল জুঁই চামেলির
সুবাস নিয়ে সাথে,
দিনের দহন বিদায় নিল
স্বস্তি এল রাতে।


*বরষার আয়োজন*