তুমি আমায় ভুলে গেলে আমি কেঁদে মরেই যাবো---
কে বলেছে এটা তোমায়?
ভোরের আলোয় তোমার শরীর চকচকে নতুন-কেনা থালার মতো ----
এটাই বা তোমায় বলেছে কে?
তোমার শিশির আমার বাগানে সুগন্ধী , রঙীন ফুল ফোটায়
ভুলেও তুমি ভেবো না তা।
সকাল-বিকেল আয়না দেখে সাজি আমি তোমার তরে---
এটাও তোমার ভুল ধারণা।
আসল কথাটা যে কী আমিও তো ছাই জানিনা তা
তুমিও নিজে জান কি না সন্দেহ ঢের আছে তাতে----
তুমি আমার,আমি তোমার,এসব নিছক কাব্যকথা
জীবনের এই সত্যটুকু রয়েই গেল অজানাতে