কালো জলের ধারে বসে কাঁদছিল সে
           অঝোরে -------------
পরণে আধছেঁড়া বেনারসী --
            হাতে ভাঙা সোনারূপার কাঁকণ,
  নাকের নোলক গেছে হারিয়ে।


কার যে আদরিণী ছিল এতকাল
         কে তার জবাব দেবে?


নিজে সে তো বলতে পারে না কথা,
শুনতেও পায় না কোনোকিছু


কেউ এতদিন ডানা দিয়ে বুকে
        আগলে রেখেছিল দিনভর -----


আজ সেই আশ্রয়খানি,
         সে বড়ো নিবিড় স্নেহনীড়,
      
         গেছে ঘুচে।


সুখের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে
      ফেলে গেছে তাকে


    বাস্তবের কঠিন পদপ্রান্তে ।