শাহের তখত্ ফাঁকা
               নেই-রাজ্য ছবির মতন আঁকা ।
গাছের ডালে শূন্য নীড়,
                  নদীতে নেই মাছের ভিড়
নেইকো পথে কোনোই পথিক
                  কলস-কাঁখে বধূ,
নেই-রাজ্যের মরুভূমি
                  শূন্য এখন ধূ --ধূ ।


ঝরনাগুলো বরফ গলে আর নামেনা ভুঁয়ে,
পাহাড় শুধু দাঁড়িয়ে থাকে একলা আকাশ ছুঁয়ে ।
সূর্য-তারা হারিয়ে গেছে ,চাঁদ ঢেকেছে মেঘে  -----
আঁধার এসে নেই-রাজ্য আজ দিয়েছে ঢেকে ।।