থাক্ না ওরা ওদের মতো,
নদী-ঝিলমিল্, সমুদ্র-নীল,
সিন্ধুসারস, শঙ্খচীলের ভিড়ে ---
আমার জন্য থাক্ এ-পথের
নুড়ি-পাথর, রথের চাকার
বৃংহতি-ডাক, ভোরের আকাশ চিরে।


যাচ্ছি একা কাজের ঠেলায়
নিঠুর রোদের সকাল-বেলায়
বস্তা-কাঁধে, কঠিন জীবন বেয়ে ------
যন্ত্র-দানব, দন্তী-শ্বাপদ
বিকট-গতি, সঙ্গে চলে ধেয়ে।


দিচ্ছি না তো ভাগ্যকে দোষ
এটাই জীবন, এ-ও সন্তোষ,
খেলার ছলে জীবন-বাজি ধরে,


ফিরব কখন কেউ জানেনা
বাসায় আবার, নেই ঠিকানা
থামব কোথায়, কোন্ অজানার ঘরে।।