ছিল কুঁড়েঘর, ছিল প্রাসাদ,


ছিল বিন্দাসপুর খোলা জানালা


জানলা তো নয়, ভাঙা আয়না


আধেক মুখ দেখতাম সকালে,


আধেক মুখ রাতে।


আয়নায় লেগে গেছে  সোহাগের দাগ।


এ আমার দ্বিতীয় প্রতিফলন


তার নাম শুধোইনি কোনোদিন।


যদি নিজে এসে সে ধরা দেয়


বিন্দাসপুর জানালা তার জন্য


অবারিত দ্বার ......