প্রতি রাতে যেন মৃদু একটি প্রতিশ্রুতি
কোনোকিছুর প্রত্যাশা না রেখে
অপলকে আলো দিয়ে যাওয়া
অশ্রুর মত সারারাত গলে গলে
ভোরের আলোর আলিঙ্গন পাওয়া।
ঘুম ভেঙ্গে দেখি কোন ঘুমপরী যেন


সারারাত কেঁদে কেঁদে শেষ হয়ে
লুটিয়ে পড়েছে ভোরের আলোয়


কী যে সে দিয়ে গেল
চেতনায় প্রতিভাত হয় না তা।
শুধু মনের গভীরে একটি আলোর কণা
জ্বলতে জ্বলতে কখন যেন একদিন নিভে যায়।