ফুলের মতো তোমার প্রেম,
নির্মোহ ভালোবাসার সৌরভ ছড়ায়,
সে ভালোবাসার অমোঘ টানে,
এসেছি চলে তোমার এই ঘাসের সবুজ লনে।


সাংসারিক টুকিটাকি কাজ সেরে,
একটু অবসরে পাশে বসেছো এসে,
তোমার কন্ঠে নিপুন আবৃত্তি,
তুলে এনেছে আমার কবিতার নির্মল জগৎ।


তোমার আবৃত্তি ফিরিয়ে আনল,
আমার মনের সেই অনুভূতিমালা,
এর থেকে আর বেশী আনন্দ,
কোথায় গেলে পাবো বলো।


তোমার বসানো দোলনচাঁপা,
টবের উর্বর মাটিতে কেমন,
তরতর করে বেড়ে উঠছে,
কল্পনায় দেখি ফুলে ভরে গেছে গাছ।


দেখো কত সামুখখোল উড়ে উড়ে ফেরে,
পদ্মপুকুরের পাশের সবুজ সফেদা বনে,
আমিও একদিন আসবো ফিরে এখানে,
এই হলুদ রোদে ধোওয়া সবুজ লনে।


তখন চারিদিকে প্রস্ফুটিত দোলন চাঁপার সৌরভ,
দূরে কয়েকটা চিল ওড়ে সুনীল আকাশে,
একাকী বসে তুমি সবুজ ঘাসের পরে,
আমার কথাই কি মনে আসিবে তখন তোমার।


অপেক্ষায় থেকো তুমি সে দিনের তরে,
আবার আসব ফিরে আমি নির্মোহ ভালোবাসায়,
বিরহ স্নাত নির্মল হৃদয়ের পদ্ম শোভায়,
হলুদ রোদ্দুর ধোওয়া সবুজ ঘাসের এই লনে।