রুদ্ররূপে ধেয়ে এলো ঘুর্নি ঝড় আমপান,
মানুষ দেখেছে তার ভয়াল রুদ্র লীলা,
গরীবের বাঁচার সব রাস্তা বন্ধ করে,
খেলে গেলো সে কি নির্দয় খেলা।


গ্রামের গরীব মানূষের সব জীবিকার সংস্থান,
ধান সবজির আবাদ ধংস করে ফেলে,
অসংখ্য গাছপালা বিদ্যুত ব্যবস্থা তছনছ করে,
বাঁধ ভেঙে সব ভাসালো নোনা জলে।


কত শত মানুষের ঘর গেলো পড়ে,
কত বাড়ীর চাল নিমেষে উড়ে গেছে,
গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছে ত্রিপলের ছাউনিতে,
অভুক্ত মানুষ সাহায্যের আশায় চেয়ে আছে।


বৃদ্ধ শিশু রোগী শহরের মানুষ বুঝেছে,
বিদ্যুত জল ছাড়া জীবন যাপনের যন্ত্রণা,
এত দুঃখ কষ্ট বিপুল ধংসের পরে,
প্রকৃতির উপর যথেচ্ছাচার কি বন্ধ হবেনা।