বাউল ওরে বাউল রে তুই,
কোথায় ঘুরিস কিসের তরে,
আছে যে অরূপ সে ধন,
আছে তোর হৃদয় ভরে।


যে পাখী তুই ভালোবাসিস,
সে পাখী যে গেছে উড়ে,
তারে পাবি কোথায় ওরে,
সেকি আর আসবে ফিরে।


বাউল রে তুই বাউল ওরে,
আকাশ বাতাস গাছে ফুলে,
কিসের কত ছন্দ দোলে,
সে দোলায় তুই উঠরে দুলে।


যে পাখী যায় উড়ে দূরে,
তার পিছনে কেন যাবি,
তোর তো নেই ডানা ওরে,
ব্যাথা যে তুই শুধুই পাবি।


ঘাসে ঘাসে শিশির ঝরে,
আকাশ কাঁপে কিসের রাগে,
পাতা ঝরে ঝরুক ওরে,
বাউল রে তুই চলরে আগে।