একটি মন্দির নির্মিণ করেছিলাম,
আপন মনে বহুদিন ধরে ধীরে ধীরে,
অপূর্ব কারুকার্যময় নির্মাণ কৌশলে,
মনের মাধুরী দিয়ে কল্পনায় অনুভবে।


যে দেবীর জন্য এই মন্দির নির্মাণ,
সে দেবীর আরাধনায় কেটেছে সময়,
বৃথাই হোয়েছে আমার দেবীর আবাহন,
দেবীর অধিষ্ঠান হয়নি মন্দিরে আমার।


কতকাল কল্পনা অনুভবের নিয়ত দোলায়,
দুলতে দুলতে করেছি দেবীর আরাধনা,
মন্দিরের ভিতরে চলেছে কত নিবিড় পূজা,
তবু পায়নি দেবীকে সে মন্দিরে আমার।


কতদিন দেবীর আরাধনায় পূজায় ধ্যানে,
জীবনের শ্রেষ্ট মুহূর্তগুলি ব্যায় করেছি,
কিন্তু শুধুই অপ্রাপ্তির যতিহীন বেদনা,
কুয়াশার মতো রয়ে গেছে মনের বনে।


অন্য এক পৃথিবীতে অন্য এক মন্দিরে,
তখন চলেছে পূজা আরতি ও আরাধনা,
সেখানে ন্যায় নিষ্ঠ পুরোহিত মন্ত্র পাঠরত,
দেবীর আগমন বার্তা শোনা যায় চারিদিকে।


সেখানে শেষে আমারই আরাধ্য দেবীর,
হয়েছে আড়ম্বরে স্বমহিমায় অধিষ্ঠান ,
ব্যর্থ আমার এতো বছরের পূজা আরাধনা,
বৃথাই আমার স্বপ্ন বৃথাই মন্দির নির্মান।