অসীম আকাশের নিচে,
সুদূরপ্রসারী বালুতট,
সুন্দর ছন্দে দাগকাটা
তটভূমির সুদূর বিস্তার,
আকাশ মিশেছে সমূদ্রেতে,
কোন সুদূরেতে গিয়ে।


পায়ে হেঁটে যাওয়া,
জল কাদা বালি পেরিয়ে,
ঝিনুক ছড়ানো চারিদিকে,
চলেছি সমূদ্র সন্ধানে,
কত দূরে সমূদ্র কেজানে।


দেখা গেল জল,
মৃদুগতির স্রোত তার,
এগিয়ে আসে ধীরে,
সমূদ্রতটের দিকে।


জলে পা ডোবে,
সকালের আলো খেলে,
জলের স্রোতে স্রোতে,
আমরা মেতেছি আনন্দেতে।