ছিল না প্রেম ছিল না ভালোবাসা,
তাই দূরে চলে গেলে নিজে,
তারপর আর কি থাকে বল,
বেদনার হাত ধরে ফিরেছি আমি যে।


হৃদয় ওড়ে সময়ের হাওয়ায়,
বসন্তের হলুদ পাতার মত,
ধূসর মাটিতে পড়ে থাকে,
ধূসরতার ম্লানতায় ছন্নছাড়ার মত।


দূরে চলে গিয়ে হয়েছো সুখী,
ছলনার হাওয়ায় তুলে বেদনার সুর,
হৃদয়ে বেদনা নিয়ে চলে গেছি,
নিরাশার ডানা মেলে বহুদূর।