চলো আজ কেয়াপুরে যাই
মনে শান্তি যদি পাই,


সকালের নরম হলুদ আলো
বাসবে তুমি খুবই ভালো,


ঘুঘু বসে খড়ের চালে
ডেকে যাবে তালে তালে,


ধানের মাঠে হাওয়া খেলবে
সবুজের অপরূপ ঢেউ তুলবে,


বকের দল উড়বে নীলে
হৃদয় জুড়ে আনন্দ তুলে,


দেখবে তুমি দুচোখ ভরে
রঙের খেলা আকাশ জুড়ে,


সবুজ বাবলা ডালের মাঝে
কালো ফিঙে বসে আছে,


দেখো,কেয়াপুরে সন্ধ‍্যা নামে
আঁধার আলোর  আনন্দধামে,


ছায়াপথ রাত্রির আকাশ জুড়ে
চেয়ে দেখো দুচোখ ভরে,


আকাশে উঠেছে ঐ সন্ধ‍্যাতারা
আকাশ জুড়ে তারার মেলা,


শিয়ালের ডাক শুনতে পাবে
থেকে থেকে ভেসে আসবে,


জোনাকির আলোর দীপ জ্বলে
বাঁশবাগানের কালো অন্ধকারে,


কিসের দুঃখ কিসের অসুখ
চলো আজ কেয়াপুরে যাই
পাবে শান্তি পাবে সুখ।