ডাকাত ছিলো সবাই পেত ভয়,
আজ সে গ্রাম ঘুরে ঘুরে গান গায়,
ছোটখাটো চেহারা লম্বা সাদা দাড়ি,
ডাকাতি ছেড়ে ভক্ত হয়ে দিন কাটায়।


গ্রামের লোকে বলে ফনে দাড়ি,
কৃষ্ণ নাম গেয়ে গ্রাম ঘোরে রাতে,
গ্রামের প্রান্তে নেচে নেচে গান গায়,
কয়েকজন সঙ্গীও গায় তার সাথে।


সব মানুষের মাঝে আছে এক ভালো মানুষ,
খারাপ জীবন ছেড়ে ভালো জীবন চায়,
ফনে দাড়িকে দেখে মনে হয়না ডাকাত ছিলো,
আজ সে ভক্ত হয়ে এ কথাটাই বুঝিয়ে যায়।